অর্থভুবন প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বাজার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শুক্রবার দুপুর ২টা ৩২ মিনিটে এলার্ম বাজার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ত
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ যুগান্তরকে বলেন, আজ দুপুর ২টা ৩২ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজেছে বলে আমরা এমন একটি সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ইউনিটগুলো এখনো সেখানে পৌঁছায়নি। ইউনিটগুলো পৌঁছানোর পর আমরা জানতে পারব ঘটনাস্থলে কোনো আগুন আছে কি না বা কি কারণে অ্যালার্মটি বেজেছে।