Monday, September 16, 2024

বেশি দামে ডলার কেনাবেচা করলে শাস্তি:গভর্নরের হুঁশিয়ারি

অর্থভুবন ডেস্ক

অধিক মুনাফার জন্য কয়েকটি ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডলার কেনাবেচা করছে। এতে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, যা কাম্য নয়। ব্যাংকগুলো বেশি দামে ডলার বেচাকেনা বা কোনো প্রকার কারসাজি করলে শাস্তির আওতায় পড়তে হবে।

একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বৈঠকে ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডলার দামের বিষয়ে সবাইকে (ব্যাংক মালিক, ব্যাংকার, ব্যবসায়ী) একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন গভর্নর। আমদানি রপ্তানির মাধ্যমে যেন অর্থ পাচার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে বলেছেন। এ ছাড়া এসএমইতে ঋণ বাড়াতেও তাগিদ দিয়েছেন তিনি। গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ডলার পরিস্থিতি বর্তমানে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেভাবেই চলবে। এতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হবে না। তবে দৈনন্দিন প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের সার্বিক অর্থনীতির অনেক কিছুই কেন্দ্রীয় ব্যাংকের হাতে নেই। যেগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে অর্থনীতি বা ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হবে না। জাতীয় নির্বাচনের পর এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

 

 
spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here