Sunday, September 15, 2024

ভালো ফলের সঙ্গে যোগাযোগ দক্ষতাও থাকা দরকার

অর্থভুবন প্রতিবেদক

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’ নামে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করে দেশের সবচেয়ে বড় চাকরি খোঁজা অনলাইন সাইট বিডিজবস ডটকম। এতে ১৭০টি চাকরিদাতা প্রতিষ্ঠান এবং প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আইসিসিবির ৪ নম্বর হল কানায় কানায় পূর্ণ চাকরিপ্রার্থী।

আয়োজকদের কাছ থেকে জানা গেল, এদিন ১৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আর চাকরিপ্রার্থী কত হাজার এসেছেন, তা গুনে না বলতে পারলেও তাঁদের ধারণা, অন্তত ১৫ থেকে ২০ হাজার প্রার্থী উপস্থিত হয়েছেন। যাঁদের সবাই সবেমাত্র স্নাতক শেষ করেছেন, বিশ্ববিদ্যালয় বা কলেজের গণ্ডি পার হয়ে এসেছেন। আবার কেউ শেষ না করেই এসেছেন।
 

তাঁদের একজন শামিম উদ্দিন। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসেছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। এই যোগ্যতায় চাকরি না পাওয়া গেলেও তিনি হতাশ নন।

জানালেন, নতুন অভিজ্ঞতা হলো।

জুরাইন থেকে এসেছেন মেহেরিন ইসলাম। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। তিনি বলেন, ‘অনেক ভালো ভালো সুযোগ দেখতে পাচ্ছি। পাঁচটি কম্পানিতে আবেদনও করেছি।

টেলিকমিউনিকেশন ও এইচআর ম্যানেজমেন্টের জন্য আবেদন করেছি। এখানে ফ্রেশার চাওয়ার পরও, কিছু কিছু জায়গায় এক থেকে দুই বছরের অভিজ্ঞতাও চাচ্ছে, যা আমার কাছে নেই। অন্যদিকে ভালো বেতনও দিচ্ছে না। ১০ থেকে ১৫ হাজার টাকা তারা দিতে চাচ্ছে। এটা অনেক কম। অন্তত ১৮ থেকে ২০ হাজার টাকা দেওয়া উচিত।’

চাকরিদাতা কম্পানিগুলোর মধ্যে দেখা গেল প্রাণ গ্রুপ, এসিআই, বেঙ্গল গ্রুপ, ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, ব্রিটিশ কাউন্সিল, মেট্রোসেম, হ্যামকো, গুডনেইবার্স, শক্তি ফাউন্ডেশন, পপুলার ফার্মা ইত্যাদি। এ ছাড়া দক্ষতা বাড়ানোর বিভিন্ন ট্রেনিং দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০ মিনিট স্কুল, ইশিখন ডটকম ইত্যাদি। কম্পানিগুলোর প্রতিনিধিরা জানালেন, নতুন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দেখা হয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভালো ফল, পড়াশোনার পাশাপাশি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত থাকা ও যোগাযোগ দক্ষতা ইত্যাদি।

কি ধরনের দক্ষতা চাচ্ছেন জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর বিভাগের সহকারী ম্যানেজার মো. জুবায়ের হোসেন বলেন, ‘চাকরিপ্রার্থীদের বেশি ইচ্ছা ঢাকাভিত্তিক চাকরি করা। আসলে বেশির ভাগ কম্পানির চাকরি ঢাকার বাইরে। তো শুরুতেই চাকরি দেশের যেকোনো স্থানে করার মনমানসিকতা থাকতে হবে। স্নাতক শেষ করে আমাদের যে পদেই নেওয়া হোক না কেন তাদের বেতন ১৮ হাজার টাকা। ছয় মাস পর তিন-চার হাজার টাকা বাড়ে। দক্ষতার বিষয়ে তিনি বলেন, ‘কম্পানি বেতন দেবে কাজের জন্য। কেউ যদি কাজ না করতে পারেন তাহলে তাঁকে কেন টাকা দেবে। অনেকে আছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয়গুলোও বলতে পারেন না। এ ক্ষেত্রে একাডেমিক ভালো ফলাফলের সঙ্গে থাকতে হবে ভালো যোগাযোগ দক্ষতা। এই দক্ষতা যাঁদের থাকে তাঁরা বড় পদে যেতে পারেন এর চেয়ে বেশি বেতনে। যাঁরা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়েছেন তাঁদের বিষয়ভিত্তিক টুলসগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে খুবই সহজে চাকরি পাবেন।

ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার আয়োজনের সমন্বয়ক ও বিডিজবসের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রগ্রাম) মোহাম্মাদ আলী ফিরোজ বলেন, ‘আমরা যেহেতু চাকরিদাতাদের সঙ্গে কাজ করি, সে জন্য তাঁদের বলেছি, যারা একদম নতুন তাদের জন্য যে পদ সেটা নিয়ে আসার জন্য। ফ্রেশারদের জন্য যে আসলেই চাকরি আছে, সেটা তুলে ধরার জন্য। একই সঙ্গে কম্পানির সঙ্গে যখন চাকরিপ্রার্থীরা কথা বলবেন তখন তাঁদের কোন কোন জায়গায় দক্ষ হতে হবে সেটা যেন কম্পানিগুলো গাইড করতে পারে। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রার্থীরা যেমন চাকরির জন্য আসবেন, তাঁরা কম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানতে পারবেন যে তাঁদের কোন কোন জায়গায় দক্ষ হতে হবে। যাতে করে তাঁদের কর্মক্ষেত্রে আনা যায়।

 
spot_imgspot_img

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

২০২০ সালের নির্বাচনে হার মানতে আবারো অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারো অস্বীকার করেছেন। মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here