অর্থভুবন ডেস্ক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে রোববার মাদারীপুরের লিগ্যাল এইড প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ১৩০ কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস বলেন, দেশের যুব সমাজ ও কৃষককে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন-বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিবস রঞ্জন বাগচী ইউসিবির আঞ্চলিক প্রধান মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. রাশেদ খান। একইদিন শরীয়তপুরে জেলার পৌরসভা মিলনায়তনে জেলার ছয়টি উপজেলার ২০০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।