Friday, September 20, 2024

যে কারণে ব্যর্থ হন উদ্যোক্তারা

অর্থভুবন ডেস্ক
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঝুঁকি নিতে চান না। থাকতে চান সুবিধাজনক অবস্থানে * সঠিক পরিকল্পনা প্রণয়নের ওপর ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল
 
উদ্যোক্তা হলো এমন ব্যক্তি, যিনি আর্থিক লাভের লক্ষ্যে ব্যবসায়ের ধারণা তৈরি, সংগঠিতকরণ এবং ব্যবসা পরিচালনা করেন। নতুন পণ্য তৈরি, নতুন উৎপাদন প্রক্রিয়া বা নতুন বাজার উদ্ভাবনে উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। সফল উদ্যোক্তা দেশের অর্থনীতির চালিকাশক্তি। একজন উদ্যোক্তার সফল হওয়ার ওপর শুধু তাঁর নিজের উন্নয়ন নির্ভর করে না বরং দেশের উন্নতিও নির্ভর করে।
 
তবে উদ্যোক্তার সফলতা বা ব্যর্থতা নির্ভর করে অনেক বিষয়ের ওপর।

উদ্যোক্তাদের প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। কিন্তু দেশের অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ঝুঁকি নিতে চান না। তাঁরা সব সময় সুবিধাজনক অবস্থানে থাকতে চান।

 
ব্যবসা বাড়াতে চান না। তা ছাড়া অন্যের দেখাদেখি অনেকে ব্যবসায় নেমে পড়েন। ব্যবসা শুরুর আগে প্রস্তুতি নেন না। এ কারণে উদ্যোক্তারা ব্যর্থ হন।
 
একসময় ব্যবসাও গুটিয়ে নেন।

অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, ‘একজন উদ্যোক্তাকে অবশ্যই সৃষ্টিশীল ও সৃজনশীল হতে হবে। তাঁকে ঝুঁকি নিতে হবে। অনেক উদ্যোক্তা ব্যবসা বাড়াতে চান না। যেখানে আছেন, সেখানেই থাকতে চান।

উদ্যোক্তা মনে করেন, তিনি ভালো অবস্থানে আছেন। তবে এটি টেকসই নয়। ব্যবসা টেকসই করতে অবশ্যই আওতা বাড়াতে হবে। সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে।’

একজন উদ্যোক্তাকে সফল ও ব্যর্থ হওয়ার কারণগুলো নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সঠিক পরিকল্পনা প্রণয়নের ওপর ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল। ভবিষ্যতে কী, কখন এবং কিভাবে একটি কাজ করতে হবে তা অগ্রিম চিন্তা-ভাবনা করার নামই পরিকল্পনা। ব্যবসা-বাণিজ্য সফলভাবে পরিচালনার জন্য উদ্যোক্তাকে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কারণ সঠিক পরিকল্পনার অভাব ব্যবসায় ব্যর্থতার অন্যতম কারণ।সঠিক পণ্য নির্ধারণ ব্যবসায় সাফল্যের অন্যতম পূর্বশর্ত। একজন উদ্যোক্তা কোনো পণ্য নির্বাচনের ক্ষেত্রে সে পণ্যের বাজার চাহিদা কী রকম, তা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। ব্যবসার সাফল্যের জন্য দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি উভয় ক্ষেত্রেই শিল্পপ্রতিষ্ঠানে পর্যাপ্ত মূলধনের সংস্থান করা প্রয়োজন।

শিক্ষা গ্রহণ ও অভিজ্ঞতা অর্জন ব্যবসার সফলতার আরেক গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। ব্যবসায়ে অতীত অভিজ্ঞতা ও শিক্ষা থাকলে ব্যর্থতার চেয়ে সফলতার সম্ভাবনাই বেশি। তা ছাড়া পেছনে কিছু আর্থিক সাপোর্টও দরকার হয়।

যশোরের মো. আব্দুল ওহাব। বর্তমানে তিনি যশোর শহরের কালেক্টরেট মার্কেটে একটি পোশাকের দোকানের কর্মচারী। অথচ দুই বছর আগেও এই মার্কেটেই আব্দুল ওহাবের পোশাকের একটি দোকান ছিল। ছিলেন দুজন কর্মচারীও। মার্কেটে পোশাকের দোকানের পাশাপাশি সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে ছিল দোতলা বাড়ি। পোশাকের ব্যবসা করেই বাড়িটি করেছিলেন তিনি।

 

 

spot_imgspot_img

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় বিএফইউজের উদ্বেগ

সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় আসামি করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। পাশাপাশি বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ...

ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ...

ইসরাইলকে মৌলিক পরিবর্তনের আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরাইলের প্রতি পশ্চিমতীরে তাদের কার্যক্রমে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে সম্ভবত একজন মার্কিন নাগরিককে হত্যার কথা ইসরাইলের সামরিক বাহিনীর স্বীকারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here