অর্থভুবন প্রতিবেদক
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির স্টার্টআপ কোম্পানি এনথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন। মাইক্রোসফট, মেটা, গুগল ও এনভিডিয়ার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
এ মাসের শুরুতে চ্যাটবটের ‘ক্লদ ২’ ভার্সনের জন্য প্রথম সাবস্ক্রিপশন চালু করে এনথ্রোপিক। ‘ক্লদ-নেক্সট’ নামে এর চেয়ে ১০ গুণ শক্তিশালী চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে কোম্পানিটি।
এনথ্রোপিক ও অ্যামাজনের চুক্তির তথ্য অনুযায়ী, প্রাথমিক ক্লাউড পরিষেবা হিসেবে অ্যামাজনের ক্লাউড সার্ভিস (এডব্লিউএস) ব্যবহার করবে এনথ্রোপিক। ভবিষ্যৎ চ্যাটবট মডেলের ভিত্তি তৈরি, প্রশিক্ষণ ও বিস্তারে এডব্লিউএসের ট্রেইনিয়াম ও ইনফারেন্সিয়া চিপ ব্যবহার হবে।
অ্যামাজনে প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এক বিবৃতি বলেন, এনথ্রোপিকের সঙ্গে চুক্তির ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমের মতো কোম্পানিগুলোও এনথ্রোপিকের সমর্থক। কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ২৭০ কোটি ডলার সংগ্রহ করেছে। এ বছরের মে মাসে এনথ্রোপিকের সম্পদমূল্য ছিল ৫০০ কোটি ডলার এবং তহবিলে ৪৫ কোটি ডলার সংরক্ষিত ছিল।
এনথ্রোপিক এক বিবৃতি বলেছে, অত্যাধুনিক মডেলগুলো প্রশিক্ষণের জন্য ব্যাপক কম্পিউট পাওয়ার ও গবেষণা প্রোগ্রাম দরকার। অ্যামাজনের বিনিয়োগ ও এডব্লিউএসের ট্রেইনিয়াম এবং ইনফরেন্সিয়া চিপ এআই প্রযুক্তি ক্ষেত্রে নিরাপত্তা ও গবেষণাকে এগিয়ে নেবে।