Thursday, February 13, 2025

এক কাঁকড়া খাওয়ার বিল ৭৪ হাজার টাকা, পুলিশকে ফোন পর্যটকের

আন্তর্জাতিক ডেস্ক,অর্থভুবন

কাঁকড়ার সুস্বাদু এক ডিশ খাওয়ার জন্য তাকে ৬৮০ মার্কিন ডলারের (বাংলাদেশি প্রায় ৭৪ হাজার ৬৬৬ টাকা) বিল ধরিয়ে দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশকে ফোন করে ওই পর্যটক জানান, তাকে খাবারের বিল সম্পর্কে সঠিকভাবে জানানো হয়নি।

সিঙ্গাপুরের স্থানীয় সংবাদমাধ্যম এশিয়া ওয়ান বলছে, জুনকো শিনবা নামের জাপানি ওই পর্যটক গত ১৯ আগস্ট সিফুড প্যারাডাইস রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। তিনি যে ‘চিলি ক্র্যাব ডিশ’ অর্ডার করেছেন তার দাম প্রায় ৬৮০ ডলার বলে খাওয়া শেষে জানতে পারেন।

জুনকো শিনবা বলেন, একজন ওয়েটারের পরামর্শে তিনি রেস্তোরাঁটির জনপ্রিয় ‘আলাস্কান কিং চিলিস ক্র্যাব ডিশ’ অর্ডার করেন। শুরুতে ওয়েটার এই খাবারের ডিশের মূল্য ২০ ডলার বলে তাকে জানান। কিন্তু প্রতি ১০০ গ্রামের জন্য যে আলাদা দাম চার্জ করা হয় তা তাকে জানাননি ওয়েটার।

জাপানি এই পর্যটকের দাবি, কাঁকড়াটি রান্না করার আগে মোট ওজন সম্পর্কেও তাকে জানানো হয়নি। পরে তার চারজনের দলটি শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন কেজির চিলি ক্র্যাব ডিশ খেয়ে ফেলেন। এর ফলে তাদের বিল আসে ৬৮০ মার্কিন ডলার। বাংলাদেশি প্রায় ৭৪ হাজার ৬৬৬ টাকার বেশি।

৫০ বছর বয়সী ওই নারী বলেন, চারজন প্রাপ্তবয়স্ক মানুষের এক রাতের খাবারের এত দাম জেনে আমরা সবাই নির্বাক হয়ে যাই। কারণ আমাদের কাউকেই জানানো হয়নি যে, পুরো কাঁকড়াটি কেবল আমাদের জন্যই রান্না করা হবে। যদিও অন্যান্য কিছু রেস্তোরাঁ কাঁকড়া রান্নার পর প্লেট অনুযায়ী পরিবেশন করে।

বিল দেখে হতবাক হয়ে যাওয়া শিনবা সিফুড প্যারাডাইস থেকে পুলিশকে ফোন করেন। পরে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় রেস্তোরাঁর কর্মীরা জানান, তারা জাপানি ওই পর্যটক দলটির কাছ থেকে অতিরিক্ত অর্থ নেননি। এমনকি তাকে অন্য একজন গ্রাহকের একটি রসিদও দেখিয়েছিলেন বলে জানান। ওই গ্রাহকও একই ধরনের খাবারের অর্ডার করেছিলেন।

পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে আলোচনার পর রেস্তোরাঁটি জুনকো শিনবাকে মাত্র ৭৮ ডলার বিল করেন। বাকিটা দেশের সুনামের জন্য ছাড় দিতে রাজি হয় হোটেল কর্তৃপক্ষ।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here