Monday, November 4, 2024

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাবি ক্যাম্পাসে ‘তরী স্কুল’

জাবি সংবাদদাতা,অর্থভুবন 

উদ্যোগটা প্রথম নেওয়া হয় ২০০৮ সালে। ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে যে শিশুরা চা, বাদাম, চিপস ফেরি করে বিক্রি করত, তারা টাকার হিসাব করতে পারত না। ওই শিশুদের টাকার হিসাব, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুন্দর করে কথা বলা শেখানোর উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। শুরুটা হয়েছিল দুই-তিনজন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে।

বর্তমানে এই সংখ্যা ৫০ থেকে ৬০। খোলা আকাশের নিচে এই শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে দেখা গেল, সুবিধাবঞ্চিত শিশুদের একটি দল গোল হয়ে বসে আছে খোলা আকাশের নিচে। সবার হাতে বই-খাতা।

দলটির মাঝখানে বসা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পরম যত্নে সেখানে শিশুদের দেওয়া হচ্ছে বাংলা, ইংরেজি ও অঙ্কের প্রাথমিক জ্ঞান। অবকাঠামো না থাকলেও শিক্ষার্থীরা এই পাঠদান প্রক্রিয়ার নাম দিয়েছেন তরী স্কুল। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে পাঠদান করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
 

তরী স্কুলের শিক্ষার্থী সিফাত। বয়স আট। বাবা নেই। মা আর ছোট দুই ভাই নিয়ে কষ্টের সংসার। পরিবারে আয়-উপার্জনের অন্য কেউ না থাকায় তাকেই কাঁধে তুলে নিতে হয়েছে সংসারের ভার।

সিফাত প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চের আশপাশে চা, চিপস, বাদাম ফেরি করে বিক্রি করে। কথা হলে সিফাত জানায়, সে তরী স্কুলের শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন রিফাত স্কুলটির সভাপতি।
spot_imgspot_img

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

এ এস এ ফাউন্ডেশনের এডুকেশন ফেয়ার প্রতিমাসেই

উচ্চ শিক্ষার্জন, জ্ঞানগর্বের অংশ। বিশ্বব্যাপী ইহার মুক্ত পরিবেশ বিবেচিত হওয়া উচিত। বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিয়ে বাংলাদেশে ভর্তি মেলার আয়োজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here