অর্থভুবন ডেস্ক
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে হতাশার ঝুঁকি বেশি বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। গবেষকদের ভাষ্য- উচ্চমাধ্যমিকের পর যারা কর্মক্ষেত্রে যান, তাদের ভেতরে এতটা হতাশা কাজ করে না। খবর : গার্ডিয়ান। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ছাপা হয়েছে ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’ সাময়িকীতে। গবেষকরা বলছেন, তাদের এ গবেষণা হতাশাগ্রস্ত তরুণদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষক দলের সদস্য ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মনোরোগ বিশেষজ্ঞ ড. টেইলা ম্যাকক্লাউড বলেন, বিশ^বিদ্যালয়ে অধ্যয়নের সঙ্গে দুর্বল মানসিক স্বাস্থ্যের যে সম্পর্ক রয়েছে, তা এতদিন অগোচরেই ছিল। তিনি বলেন, ‘মূলত লেখাপড়ার অর্থ জোগাড় এবং একাডেমিক অর্জন নিয়ে বিশ^বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী উদ্বেগে থাকেন। অবশ্য লেখাপড়া শেষ করার পর শিক্ষার্থীদের মধ্যে এ উদ্বেগ আর থাকে না।’
গবেষক দলের নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মনোরোগ বিভাগের অধ্যাপক ড. গামা লুইস। তিনি বলেন, ‘লেখাপড়া শেষে হতাশা থাকে না ঠিকই, কিন্তু এর প্রভাব পরবর্তী সময়েও পড়ে।’ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘নিজেকে গড়ে তোলার জন্য উচ্চশিক্ষার প্রথম কয়েক বছর একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে তাকে চাপমুক্ত রাখতে পারলে অবশ্যই ভবিষ্যতে ইতিবাচক ফল মিলবে।’