পূর্ববর্তী প্রজন্ম থেকে উত্তরসূরী প্রজন্মের “ভোগ দখলীয় ভূমি পরিপূর্ণভাবে পুনরুদ্ধার না করা পর্যন্ত ন্যায্য প্রাপ্তির যুদ্ধ চলতে থাকবে “
—-এমনটিই বলেছেন কোষাধ্যক্ষ খাদিজা চৌধুরী অনন্যা
গত শনিবার ঘরোয়া পরিবেশে খোলা মনের আলোচনায় এ মন্তব্য করেন ইল্ডার মেম্বার চৌধুরী অনন্যা বাংলাদেশ সংবাদমাধ্যম ও ফিন্যান্সিয়াল পত্রিকার বিজনেস এডিটর চৌধুরী অনন্যা অর্থনীতি বিষয়ক যোগাযোগ মাধ্যম অর্থভুবনের নিজস্ব চ্যানেলে এসব লেখেন।