অর্থভুবন প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া নিয়ে দোটানায় আছে বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এফ-১৬ যুদ্ধবিমান বেশ পুরোনো হয়ে গেছে। এ জন্য বিকল্প ভাবছে তারা।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে বুধবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘আমাদের এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে কী কাজে ব্যবহার হতে পারে তা দেখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলেছি। আমাদের বিকল্পগুলো বিবেচনা করতে হবে।’
বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এফ-১৬ যুদ্ধবিমানের পরিবর্তে এখন এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে তারা। তবে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমানও পাঠানো যেতে পারে। ইউক্রেনের পাইলটরা এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে পারবে।