Saturday, February 15, 2025

নবীজির উৎসাহ রিজিকের ১০ অংশের ৯ অংশই ব্যবসায়-বাণিজ্যের মধ্যে এবং এক অংশ গবাদিপশু পালনে

অর্থভুবন ডেস্ক 

নবুওয়াত পাওয়ার আগে মহানবী (সা.) একজন পুরোদস্তুর ব্যবসায়ী ছিলেন। পূর্বসূরিদের হাত ধরে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া, ইরাক, ইয়েমেন, বাহরাইনসহ আরবের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। মক্কার ধনাঢ্য ব্যবসায়ী হজরত খাদিজা (রা.)-এর ব্যবসা পরিচালনাও করেছেন তিনি। সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি মক্কার সফল ব্যবসায় পরিচালনাকারী হিসেবে পরিচিতি পান।

নবুওয়াত পাওয়ার পর দাওয়াতি ব্যস্ততার কারণে তিনি ব্যবসায় নিয়মিত হতে না পারলেও সাহাবায়ে কেরামকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলতেন, ‘রিজিকের ১০ অংশের ৯ অংশই ব্যবসায়-বাণিজ্যের মধ্যে এবং এক অংশ গবাদিপশুর কাজে নিহিত।’ (আলজামিউস সাগির)
 

তবে ব্যবসায় সততা বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্বারোপ করতেন তিনি। তিনি বলতেন, ‘কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা সিদ্দিক ও শহীদদের সঙ্গে উঠবেন।’ (ইবনে মাজাহ) অন্য হাদিসে এসেছে, হজরত রাফে ইবনে খাদিজা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘সর্বোত্তম উপার্জন কোনটি?’ জবাবে তিনি বলেন, ‘ব্যক্তির নিজস্ব শ্রমলব্ধ উপার্জন ও সততার সঙ্গে বেচাকেনা।’ (মুসনাদে আহামদ)

পবিত্র কোরআনেও ব্যবসার গুরুত্বের কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা দেখতে পাও, নদী-সমুদ্রে নৌকা-জাহাজ পানির বক্ষ দীর্ণ করে চলাচল করছে, যেন তোমরা তার অনুগ্রহ (রিজিক) সন্ধান করতে পারো।’ (সুরা আল ফাতির: ১২) আল্লাহ আরও বলেন, ‘এমন বহু লোক রয়েছে, ব্যবসায় ও কেনাবেচা যাদের আল্লাহর স্মরণ, সালাত কায়েম ও জাকাত আদায় থেকে বিরত রাখতে পারে না।’ (সুরা আন নূর: ৩৭) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here