নিজস্ব প্রতিবেদক,অর্থভুবন
রাজধানীর দুটি মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে কোটি টাকার দেশী ও বিদেশী মুদ্রা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে ২১ লাখ বাংলাদেশী টাকাসহ ৭৪ লাখ বাংলাদেশী টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা রয়েছে।
সিআইডি সূত্র জানায়, চকবাজার মানি এক্সচেঞ্জ ও বকাউল মানি এক্সচেঞ্জের অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মকবুল হোসেন, মাসুদ আলম, এমএম জাকারিয়া ও জামাল উদ্দিন। এ সময় তাদের হেফাজত থেকে ২১ লাখ বাংলাদেশী টাকাসহ ৭৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিআইডি মুখপাত্র আজাদ রহমান জানান, চকবাজার মানি এক্সচেঞ্জের মালিক আহমেদ নোমান হলেও তিনি সব সময় দোকানে থাকেন না। তবে আহমেদ নোমানের হয়ে তার বড় ভাই এমএম জাকারিয়া দোকানটি পরিচালনা করেন। এমএম জাকারিয়া ওই দোকানের মোট নয়টি কাউন্টারের মধ্যে ৯ নং কাউন্টারের মালিক। ওই কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে একই ভবনের নিচতলার ১১০ নং কক্ষে বকাউল মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিদেশী মুদ্রা জব্দ ও মালিক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনার নিয়মনীতির তোয়াক্কা না করে দৈনিক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান দৈনিক ২৫ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করার জন্য মজুদ রাখতে পারে। গ্রেফতারকৃতরা এ নিয়ম না মেনেই বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় ও বৈদেশিক মুদ্রা ক্রয়ের জন্য বাংলাদেশী টাকা হেফাজতে রাখেন। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার চারজনসহ ছয়জনের বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারা অনুযায়ী পল্টন মডেল থানায় নিয়মিত মামলা করেছে সিআইডি।