Sunday, February 16, 2025

লাখ টাকার কবুতর বিক্রির অস্থায়ী হাট

অর্থভুবন প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে কবুতর বিক্রির অস্থায়ী হাট। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কবুতর বেচাকেনা। হাটবারে কয়েক লাখ টাকার কবুতর বিক্রি হয় এখানে। সরেজমিন গতকাল দেখা যায়, রাস্তার পাশে বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হচ্ছে। জাতভেদে এক জোরা কবুতর বিক্রি হয় ৪০০ থেকে ২ হাজার টাকায়। বিক্রেতারা জানান, বর্তমানে কবুতরের দাম কম। কারণ হিসেবে বলেন, হঠাৎ খাবারের দাম বেড়ে যাওয়ায় কবুতর বেচাকেনায় ধস নেমেছে। সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের শহিদ উদ্দিন (৪৫) জানান, তিনি প্রায় ১৮ বছর ধরে কবুতর পালন করেন। আগে কবুতরে অনেক লাভ হতো। বর্তমানে তেমন লাভ হচ্ছে না। খাবারের প্রচুর দাম। তাছাড়া আগে কবুতর প্রায়ই বাইরে থেকে খেয়ে আসত। এখন সে সুযোগ নেই। কবুতর পালন একটি নেশা। তাই লাভ না হলেও পালন করছি। গোলড়া এলাকার আবদুল আওয়াল বলেন, এ অস্থায়ী বাজারে গোল্লা, সিরাজি, গিরিবাজ, মুখি, রেসারসহ বিভিন্ন জাতের কবুতর বেচাকেনা হয়। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকার বেপারি ও কবুতর পালনকারীরা এখানে আসেন। শেড না থাকায় তারা রোদ বৃষ্টিতে কষ্ট করেন। পৌর মেয়র রমজান আলী বলেন কবুতর বেচাকেনার জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here