অর্থভুবন প্রতিবেদক
অনলাইন ২৪ ঘণ্টা ওষুধ ডেলিভারি সেবা নিয়ে চালু হলো ‘মেডিসিন ডিপো’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করে দ্রুততম সময়ে ডেলিভারি পাওয়া যাবে। ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য যেমন প্রেসার মাপার মেশিন, থার্মোমিটারসহ নানা জিনিসও পাওয়া যাবে মেডিসিনডিপোতে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে মেডিসিন ডিপো আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে রাজধানীতে এবং পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও কার্যক্রম বিস্তৃত করবে মেডিসিন ডিপো। আগামী ১ বছর রাজধানীতে ওষুধ সরবরাহে কোনো ডেলিভারি চার্জ রাখা হবে না। পাশাপাশি ওষুধ ভেদে দেওয়া হবে মূল্য ছাড়। বিস্তারিত www.medicinedipo.com এ।