অর্থভুবন প্রতিবেদক
কানাডায় অক্টোবর মাস ইসলামী ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃত। দেশটির হ্যামিলটন শহরে ইসলামী ঐতিহ্যের মাস উদযাপনের অংশ হিসেবে এবারই প্রথম ইসলামোফোবিয়া প্রতিরোধে প্রচারণা শুরু হয়। স্থানীয় মুসলিমদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতে গত ৩ অক্টোবর ‘সালাম হ্যামিলটন’ নানা কর্মসূচি গ্রহণ করে। মূলত বর্ণবাদ ও ঘৃণা মোকাবেলায় শিক্ষামূলক প্রচেষ্টার অংশ হিসেবে মুসলিম বাসিন্দাদের প্রাত্যহিক জীবনে ইসলামোফোবিয়ার প্রভাব প্রশমিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যামিলটন মেয়র আন্দ্রেয়া হরওয়াথ বলেন, ‘আজ হ্যামিলটন সিটির মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই সম্মানিত। আমরা এবারই প্রথম হ্যামিলটন সিটিতে ইসলামোফোবিয়াবিরোধী প্রচারণা শুরু করেছি। মুসলিম সম্প্রদায়ের সৌন্দর্য ও বৈচিত্র্য উদযাপন করার পাশাপাশি সবার মধ্যে ঘৃণা ও সহনশীলতা বিষয়ক সচেতনতা বাড়ানো এই প্রচারণার লক্ষ্য।’
কানাডায় ১৭ বছর ধরে মুসলিমদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অক্টোবর মাসজুড়ে ইসলামের ইতিহাসের মাস (আইএইচএম) উদযাপিত হয়।