অর্থভুবন প্রতিবেদন
একজন সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মোদ্যোগের মানুষ নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন ৬নং মেসে ফোর্সদের সঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খান। যা আগে কখনো দেখা যায়নি।
ডিএমপি কমিশনার রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিন পরিদর্শন করেন। খাবার খাওয়ার পর তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। ডিএমপি কমিশনারের এমন উদ্যোগের জন্য পুলিশ সদস্যরা কমিশনারকে সাধুবাদ জানান। এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ডিএমপির উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের এডিসি কেএন নিয়তি এ তথ্য জানিয়েছেন।