নিজস্ব প্রতিবেদক, অর্থভুবন
নারীরা ক্ষতিগ্রস্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়। একজন নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদক থেকে দূরে রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মাসুদ হোসেন। তিনি বলেন, ‘নারীদের মাদকে জড়িয়ে না পড়ে তা থেকে দূরে থাকতে হবে। আর যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদের উচিত চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারি। তিনি বলেন, ‘মাদকের ওপর পূর্ণ আসক্তির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, ‘আমাদের স্ব-উদ্যোগে এই আয়োজনটি ক্ষুদ্র কিন্তু উদ্যোগটা মহৎ। নারী মাদকাসক্তদের চিকিৎসার জন্য সকল সুযোগ সুবিধাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন বড় কেন্দ্র স্থাপন করবে।’