অর্থভুবন প্রতিবেদন ও সরাইল প্রতিনিধি
আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ-সদস্য সদ্যপ্রয়াত উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার। শনিবার সদস্যপদ নিয়েই তিনি ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সংগ্রহ করেন দলীয় মনোনয়নপত্র। এ ব্যাপারে তুষার জানিয়েছেন নৌকা প্রতীক দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দলটির সংসদীয় কমিটি। নৌকা প্রতীক পেলে বাবার আসনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মাঈনুল হাসান তুষার বলেন, ‘মার্কা নয়, মানুষ ভোট দিয়েছেন ব্যক্তি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে। আব্দুস সাত্তার চারবার ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি দুবার স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচিত হয়েছেন। দল বা প্রতীক নয়। আমার বাবা মানুষকে সম্মান ও শ্রদ্ধা করতেন। তার সন্তান হিসাবে এলাকার মানুষ আমাকেও ভালোবাসেন। উপনির্বাচনে প্রয়াত বাবার আদর্শ, সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করতে পারব বলে আশা করি।’
আ.লীগের বোর্ডের সভা সন্ধ্যায় : দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে এ দুই আসনে ৩০ জন দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ জন ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ১৪ জন আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন চান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আশীষ কুমার চক্রবর্তী, শাহজাহান আলম, আবদুল হান্নান রতন, আবু শামীম মোহাম্মদ পিয়ার, শাহ মফিজ, মাহাবুবুল বারী চৌধুরী, মঈন উদ্দিন, কামরুজ্জামান আনসারী, মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), নাজমুল হোসেন, রফিক উদ্দিন ঠাকুর, মোহাম্মদ আশরাফ উদ্দিন, সৈয়দ তানবির হোসেন কাউসার, মাইনুল হাসান, মাসুদুর রহমান ও জালাল মিয়া।
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীরা হলেন-এমএ সাত্তার, মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, মুহাম্মদ শওকত হায়াত, আবুল হাসেম, সামীমা হায়দার চৌধুরী, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, হাসিবুর রহিম, এম আলাউদ্দিন, সৈয়দ সাইফুল হাসান, জাকির হোসেন (আজাদ ভূঁইয়া), খোকন চন্দ্র পাল, ফাহিম কামাল চৌধুরী উপল ও জাকিয়া সৃজনী শিউলী।