অর্থভুবন প্রতিবেদক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, এখনো দেশের ১ শতাংশ মানুষ পুঁজিবাজার বোঝে না। সিদ্ধান্ত নেয় এমন কিছু লোকও মার্কেট বোঝে না। এটি একটি দেশের জন্য বিরাট সমস্যা।
তিনি বলেন, ‘সব ভুলত্রুটি শেষে গিয়ে দোষ হয় প্রধানমন্ত্রীর এবং তাঁর সরকারের, তারপর আমাদের।
রবিবার সিডিবিএল ও সিসিবিএলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২৩’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘বিদেশিদের আকৃষ্ট করার জন্য আমরা কান্ট্রি ব্র্যান্ডিং করছি। দেশ নিয়ে যত নেগেটিভ পারসেপশন রয়েছে, তা দূর করছি। বাংলাদেশের সঠিক তথ্যগুলো তুলে ধরছি।’
অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা।
ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করেন।’