বাণিজ্য ডেস্ক,অর্থভুবন
কুমারিকার মাধ্যমে বাংলাদেশের বাজারে আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে শ্রীলঙ্কার সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক কম্পানি হেমাস কনজিউমার ব্র্যান্ডস। শুরু থেকেই প্রাকৃতিক যত্ন নিয়ে কথা বলছে কুমারিকা। এবার পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কুমারিকার উদ্যোগ ‘সেভ দ্য নেচার’।
এই উদ্যোগটির কার্যক্রম চলবে তিনটি ধাপে, যেগুলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আরো ব্যাপকভাবে কার্যকর হবে।
নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে অথবা ওয়েব লিংকে গিয়ে যেকোনো সচেতন নাগরিকই এই ‘সেভ দ্য নেচার’ উদ্যোগটির জন্য প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল করার এই কার্যক্রমে অংশ নেওয়ার উদ্দেশ্যে সাইন আপ করতে পারবেন।
এশিয়াটিক এমইসির অফিসে হেমাস, এশিয়াটিক এমইসি এবং গার্বেজম্যানের মধ্যে ‘সেভ দ্য নেচার’ কার্যক্রমের চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজিউমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, এশিয়াটিক এমইসির এমডি মোরশেদ আলম ও গার্বেজম্যানের ফাউন্ডার ও এমডি ফাহিম উদ্দিন শুভসহ আরো অনেকে।