Thursday, February 13, 2025

মাদক ব্যবসায়ীরা পুলিশের সোর্সের পায়ের রগ কেটে দিল

গাজীপুরের টঙ্গীতে পূর্ববিরোধের জেরে মাদক ব্যবসায়ীরা পুলিশের এক সোর্সের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোরে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমন মিয়া (২৬) এলাকার ব্যাংকমাঠ বস্তির মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করেন।

অভিযুক্তরা হলেন রুকি বেগম (৪০), জয় ওরফে মোটা জয় (২০), রাজু ওরফে চুইটকা রাজু (২৬), আক্তার ওরফে ছিনতাইকারী আক্তার (২৬), রাহুল (২৫), রিপন ওরফে চোর রিপন (২৬) ও শহীদুল (১৮)। তাঁরা সবাই নতুনবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সুমন জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রুকির লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে সোর্স সুমনের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল।

গতকাল ভোর ৫টার দিকে ওই এলাকার শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন। এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে সুমনের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে, পায়ের রগ কেটে পালিয়ে যান। পরে পথচারীরা এগিয়ে এসে প্রথমে তাঁকে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
 

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here