চট্টগ্রামে জনতা ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার। শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা, মো. রমজান বাহার ও মো. নূরুল আলম এবং জিএম অনিতা দে বিশেষ অতিথির বক্তৃতা করেন। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম এসএম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এরিয়া ও শাখা প্রধানরা সম্মেলনে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।