ক্রীড়া ডেস্ক,অর্থভুবন
বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ভারতের একাদশে জায়গা পাননি মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পান তিনি। এবারের বিশ্বকাপে প্রথম খেলতে নেমে নিজের প্রথম বলেই তুলে নেন উইল ইয়াংয়ের উইকেট। দারুণ বোলিংয়ে ৫৪ রান খরচায় নিউজিল্যান্ডের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে হয়েছেন ম্যাচসেরা। পেয়েছেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফাইপার (পাঁচ উইকেট)। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে শামির এমন পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা। সাবেক ফাস্ট বোলার ইরফান পাঠান শামিকে তুলনা করেছেন ‘ফেরারি’ গাড়ির সঙ্গে।
ম্যাচ শেষে শামি বলেন, ‘আপনি যখন লম্বা বিরতির পর দলে ফিরবেন, তখন আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথমে উইকেট নিতে পারলে সেটা দ্রুত হয়। ভাগ্য ভালো, প্রথম বলেই উইকেট পেয়েছি। যা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যদি দল ভালো করে, তবে খেলা খুব একটা কঠিন হয় না। সতীর্থরা যখন ভালো করে, তখন তাদেরকে সমর্থন করা উচিত। ওই সময় দলকে সমর্থন করে যাওয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। দলের জন্য এটাই জরুরি। নিউজিল্যান্ড বিশ্বকাপের শীর্ষ দল। সব ম্যাচ জিতে এসেছিল। ম্যাচে টিকে থাকতে হলে আমাদের উইকেট নিতেই হতো।’
প্রথম চার ম্যাচে একাদশে জায়গা না পাওয়া নিয়ে শামি বলেন, ‘ক্রিকেট ভারতের সবচেয়ে বড় খেলা। একাদশে জায়গা পেতে হবে, এটা জরুরি নয়। যেখানে বসে আছি সেটাই অনেক বড় জায়গা। আপনার কাছে ১৫ জন খেলোয়াড় আছে। ম্যাচে চারজনকে বাইরে থাকতেই হবে। এটাকে ভালোভাবে নিয়ে উপভোগ করতে হবে।’
ইরফান পাঠান এক টুইটবার্তায় লেখেন, ‘মোহাম্মাদ শামি হলো ‘ফেরারি’ গাড়ির মতো। যখনই আপনি তাকে গ্যারেজ থেকে বের করবেন, প্রত্যেকবার সে আপনাকে একই গতি, রোমাঞ্চ এবং আনন্দ দেবে।’ সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মোহাম্মদ শামি একজন কিংবদন্তি। সে প্রত্যেকটি বলে, ইনিংসে এবং খেলায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।’