Thursday, January 16, 2025

‘স্বপ্নের বিন্দু’ এঁকে আল্লাহর নামে শুরু করা যাক

রুহুল আমিন চৌধুরী

তরুণ উদ্যোক্তা উন্নয়নের একটা ইভেন্ট আইডিয়া নিয়ে ভাবছিলাম। ইভেন্টের ট্যাগ লাইন কী হবে তা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। মাথায় এলো বিন্দু থেকে সিন্ধু। কিন্তু এটি তো খুবই প্রচলিত একটি প্রবাদ। এটিকে সরাসরি দিতে কেমন যেন লাগছিল। হঠাৎ করেই মাথায় এলো ‘ডট টু ড্রিম’ নামটি। গুগল করে দেখলাম, এর মানে দাঁড়ায় ‘স্বপ্নের বিন্দু’ বা ভাবার্থ হয় ‘স্বপ্নের শুরু’। আসলে বোঝাতে চেয়েছিলাম স্বপ্নচূড়ায় পৌঁছানোর শুরুটা হোক একটি বিন্দু এঁকে। হতে পারে সেটি কোনো সামাজিক বা অর্থনৈতিক উদ্যোগ।

জেগে জেগে স্বপ্ন দেখতে পারাটাও একটা সার্থকতার ব্যাপার। কেননা সবাই স্বপ্ন দেখতে পারে না। স্বপ্নের একটি মানে থাকতে হবে। কেন দেখছেন, কী দেখছেন, কীভাবে দেখছেন, অভীষ্ট লক্ষ্য কী ইত্যাদি প্রশ্ন খুঁজতে হবে। ‘দিবাস্বপ্ন’ বলে একটি শব্দ রয়েছে, যার অর্থ অলীক কল্পনা। এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। উদ্যোক্তা হতে হলে দিবাস্বপ্নই দেখতে হবে, তবে সেটা যেন অলীক না হয়। যেন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়। এই দিবাস্বপ্নই হতে পারে কারও সমৃদ্ধির সোপান। বিশিষ্ট শিক্ষাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়।’ এ কথাটির তাৎপর্য আমাদের অনুধাবন করতে হবে। বিষয়টি খুবই গভীর। চিন্তা করে দেখতে হবে আসলে এ কথা দ্বারা তিনি কী বুঝিয়েছেন। আমার মনে হয়েছে, তিনি বোঝাতে চেয়েছেন, যে যত বড় স্বপ্ন দেখে, সে তত বড় মানুষ হয়। কিন্তু শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে উঠেপড়ে লাগতে হবে। ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বিখ্যাত একটি উক্তি-‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’

উদ্যোক্তারা স্বপ্ন দেখে ভিন্ন উপায়ে এবং একটি কংক্রিট ধারণা থেকে। একটা বিষয় জেনে রাখতে হবে-সব উদ্যোক্তা উদ্যোগী কিন্তু সব উদ্যোগী উদ্যোক্তা হতে পারে না। অভিজ্ঞতা থেকে দেখেছি, উদ্যোক্তা হতে গেলে প্রথম প্রতিকূলতা আসে পরিবার থেকে; আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে উত্তরণের পথ তারাই বাতলে দিয়েছেন। হয় আর্থিকভাবে, নয়তো মনোবল বাড়িয়ে। আরেকটি কথা সব সময় মনে রাখতে হবে-সফলতা হুট করে আসে না, দিনরাত পরিশ্রম করলে কেউ তার স্বপ্নের থেকেও বেশি কিছু পেতে পারেন। স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক পিএইচডি করতে আমেরিকা গিয়ে পেপল সেবা নামে ব্যবসা চালু করেন। পরবর্তীকালে সেটি বিক্রি করে স্পেস এক্স প্রতিষ্ঠা করে তিনি আজ বিশ্বের সেরা ধনীদের একজন।

আসলে স্বপ্নের বিন্দু বলতে বোঝাতে চেয়েছি ধারণার উৎপত্তি হওয়াটাকে। এ ধারণার উদয় কোথা থেকে হয় তা জানা আবশ্যক। সেটা হতে পারে কাউকে দেখে, বই পড়ে, মুভি দেখে, বিভিন্ন কর্মশালা-সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে অথবা গবেষণা প্রবন্ধ পড়ে, এমনকি অন্যের পরামর্শ গ্রহণ করে। কোনো ধারণা মাথায় এলে তৎক্ষণাৎ তা লিখে রাখতে হবে। তারপর সে বিষয়ে গুগল করতে হবে। ওই বিষয়ে পড়াশোনা করলে আরও ভালো হয়। আস্তে আস্তে পরিকল্পনা সাজাতে হবে। অন্যথায় হোঁচট খাওয়ার আশঙ্কা রয়েছে। ‘ধারণা’ একজনের জীবনকে কতটা পালটে দিতে পারে, তা কল্পনার বাইরে। মানুষ বড় হয় তার ধারণাকে আগলে রেখে। দেখা গেছে বিশ্বের যত সফল ব্যক্তি রয়েছেন, তারা তাদের ধারণাকে পুঁজি করেই সফলতা অর্জন করেছেন।

রুহুল আমিন চৌধুরী-সম্পাদক অর্থভুবন

chowdhuryamin05@gmail.com

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here