Thursday, February 13, 2025

ফারুকী আপ্লুত

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যামেরার পেছন থেকে সামনে এসেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এতে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশাও অভিনয় করেছেন।
 
গত ৮ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে সিনেমাটি। সেখানে ইতোমধ্যে দুটি প্রদর্শনী হয়েছে সিনেমাটির। আর দুটিতেই হাউজফুল দর্শক ছিল বলে জানালেন ফারুকী। দর্শকের এমন উপস্থিতি আর শো শেষে তাদের আগ্রহী প্রশ্ন-পর্বে আপ্লুত হয়েছেন তিনি, ভিজেছে চোখের কোণ।
 
৩০ অক্টোবর রাতে ফারুকী বললেন, ‘ভালোবাসা কি বাঁধাইয়া রাখা যায়? তাহলে মুম্বাইতে এই দুই দিন আমরা যা পেয়েছি তা বাঁধাইয়া নিয়া আসতাম। আজকে ছিলো আমাদের সেকেন্ড শো! আজকেও ফুল হাউজ! ফুল হাউজের চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো ফুল হার্ট ভালোবাসা। কতবার যে আমার চোখ ভিজিয়ে দিয়েছে মুম্বাই! লাভ ইউ, মুম্বাই।’
 
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবিতে ফারুকী-তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ। এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের একটি সিনেমা। শুটিং, ডবিং, এডিটিং শেষে বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দেশে ফিরে আবারও এই সিনেমায় জন্য কিছু দৃশ্যের শুটিং করেন ফারুকী।  যেটি সিনেমার ইতিহাসে বিরল। 
 
ওই ঘটনা নিয়ে নুসরাত ইমরোজ তিশা বলেছেন, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি। পাগল ডিরেক্টরের কাজ করেছি, সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ফারুকীর স্বপ্নে একটা সিন এসেছে, সেটার শুটিং করছে। কপাল!’
spot_imgspot_img

দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল

দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না...

রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি...

জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে : নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা এবং পরিবারের সদস্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here