জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে গতকাল দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর জানায়, সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাপ্রধানকে ব্রিফিং দেওয়া হয়। এরপর তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের প্রধান জেনারেল জেফিরিন মাহাদোর সঙ্গে বৈঠক করেন। তিনি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় ও তৃতীয় দিনে সেনাপ্রধান বোয়ার ও বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট এবং মেডিকেল কন্টিনজেন্ট কর্তৃক স্থানীয় জনসাধারণের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।