অর্থভুবন ডেস্ক
এবারের বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি মুদ্রার দুই পিঠই দেখেছেন। বিশ্বকাপের শুরুতে ভালো করতে না পারার পর তাকে ঘিরে বইছিল সমালোচনার ঝড়। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আফ্রিদির মধ্যে বিশেষ কিছুই নেই। সেই কথার পর থেকেই জ্বলে উঠতে শুরু করেছেন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট করে। তাতে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন আফ্রিদি। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আর ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে সাকিব আল হাসান।