তিন দিনব্যাপী গলফ হাউজ করপোরেট গলফ টুর্নামেন্ট-২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১৫ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ৬২৪ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কমান্ডার মো. কামরুজ্জামান, বিএন উইনার, মো. নাসিমুল হক মজুমদার রানারআপ এবং মিসেস হাইজং উম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।