Monday, January 13, 2025

স্বর্ণের ভরি এখন ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা

১৩ দিনের ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মান অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই ক্যাটাগরির প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ রোববার থেকে এটি কার্যকর করা হবে। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।

গত শনিবার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

নতুন দর অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হলে গুনতে হবে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। একই পরিমাণ ২১ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৫৩৫ এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৮৭ হাজার ১৩ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৫৫০ টাকা।
 

গতকাল পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৯৯ হাজার ৯০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৫ হাজার ৬১৪ এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ৩২৫ টাকায়।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি ১ হাজার ৭১৫, ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ এবং ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

spot_imgspot_img

ছবিটা তুলে রাখুন ঐতিহাসিক হয়ে থাকবে : ড. ইউনূস

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।...

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here