বিশ্বকাপজয়ী দল দেশে ফেরার পর কয়েকদিন ধরে চলে উৎসব। গত বছর যেমন ফুটবল বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফিরে ৫০ লাখ মানুষের সংবর্ধনা পেয়েছিলেন মেসিরা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের উদ্ভট সূচির কারণে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জিতে বুধবার দেশে ফেরার পর সেভাবে উদ্যাপনেরই সুযোগ পেলেন না প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়া দলের একাংশ কাল দেশে ফিরেছে বিচ্ছিন্নভাবে। কেউ নেমেছেন সিডনিতে, কেউ মেলবোর্নে, কেউ অ্যাডিলেডে। বিশ্বকাপজয়ী দলের সাতজন স্বাগতিকদের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে ভারতে রয়ে গেছেন। বিশ্বকাপ ফাইনালের চারদিন পর এই সিরিজ আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে, এটা ‘শতভাগ লোভের সিরিজ’।
আরও অদ্ভুত ব্যাপার হলো, বিশ্ব চ্যাম্পিয়নরা দেশে ফিরেছে বিশ্বকাপ ট্রফি ছাড়াই! আগামী সপ্তাহের আগে নাকি ট্রফি ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাবে না। অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ট্রফি ছাড়াই ঘোরের মধ্যে আছেন। কাল সিডনি বিমানবন্দরে কামিন্স বলেন, ‘আধা ঘণ্টা পরপরই মনে হচ্ছে, আমরা মাত্রই বিশ্বকাপ জিতেছি। মনে হতেই রোমাঞ্চ দোলা দিচ্ছে মনে। যেন আচ্ছন্ন হয়ে আছি। ক্রিকেটের সেরা অর্জন দিয়ে দারুণ একটি বছর শেষ করতে পারা অসাধারণ।’