চট্টগ্রাম নগরীর স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি দূর করতে ১০টি দোতলা স্মার্ট স্কুল বাস অনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
সোমবার (২৭ নভেম্বর) এই যাত্রা শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
১০টি দোতলা স্কুল বাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ডিভাইস ও আইপি ক্যামেরা সুব্যবস্থা রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ‘আশা করছি, স্মার্ট স্কুল বাস উদ্যোগটি একটি টেকসই প্রকল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ উদ্যোগের ফলে নগরীর বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের ভোগান্তি দূর হবে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ১০টি সরকারি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০টি দোতলা বাস নগরীর বিভিন্ন রুটে চলাচল করছে। নগরীর পতেঙ্গা-হালিশহর রোডে আরও ১০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ।