পদোন্নতি পেয়ে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওয়ালুল হক। গত ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ৩১ ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাকে এই পদোন্নতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি