৪১তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩ হাজার ১৬৪ জন। ৭ ডিসেম্বর বিশেষ সভায় এই পদগুলো অনুমোদন দিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসি
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।
‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী তালিকাভুক্ত এসব প্রার্থীদের নবম থেকে দ্বাদশ গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বরসহ তালিকা পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশিত হয়েছে।