রাসুলুল্লাহ (সা.)-এর যুগে যে কয়েকজন নারী ব্যবসায়ীর নাম জানা যায়, তাঁদের একজন কায়লা উম্মে বনি আনমারিয়া (রা.)। রিজালশাস্ত্রের গ্রন্থগুলোতে তাঁর জীবনী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। কেউ কেউ বলেছেন, তিনি বনি আনমারের সদস্য এবং মক্কার অধিবাসী ছিলেন। দ্বিনদারিতে অত্যন্ত অগ্রগামী ছিলেন।
আর কেউ কেউ বলেছেন, একজন আনসারি সাহাবি ছিলেন। বনি আনমারের বোন বা কন্যা ছিলেন।
অবশ্য হাদিসের বর্ণনা থেকে এই ধারণা হতে পারে যে, কায়লা (রা.) সাধারণ ব্যবসায়ীদের মতো সারা বছর ব্যবসা করতেন না, বরং হজ-ওমরাহ বা বিশেষ মৌসুম ব্যবসা করতেন। কেননা তিনি ওমরাহ সফরকালে মক্কার ব্যস্ত এলাকায় নবীজি (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আর মক্কার বহু মানুষ এমন মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
সূত্র : তাহজিবুল কামাল : ৩৫/২৮৮; আত-তাবাকাতুল কুবরা : ৮/২৩৯