রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। গত শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে এটা হয়ে থাকতে পারে।
ছয়তলা ভবনটির নিচতলায় কয়েকটি দোকান আর দোতলা থেকে ওপরের ফ্লোরে আবাসিক বসবাস।
আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে আব্দুল্লাহ ফার্মেসি, আলাউদ্দিন ব্যাগ হাউজ এবং আরেকটি মোদি দোকান। ৪০-৪১ সার্কুলার রোডে অবস্থিত বাদশা ম্যানশনের এসব দোকানের প্রায় সব মালামাল পুড়ে গেছে।
আব্দুল্লাহ ফার্মেসির মালিক মুক্তার জানান, যখন আগুন লাগে তখন মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। তবে কেউ কেউ দোকান খুলছিলেন। এ সময় হঠাৎ দেখতে পান ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন তার দোকানেও ছড়িয়ে পড়ে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত, সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে টাওয়ারের নিচতলার একটি দোকান থেকে আগুন ধরে। প্রথমে ধোঁয়া বের হতে থাকে। এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আসেন। ততক্ষণে আগুনের মাত্রা আরও বেড়ে যায়।
আলাউদ্দিন ব্যাগ হাউজের মালিক আলাউদ্দিন। তার দোকান থেকে আগুন লাগেনি বলে দাবি তার। তিনি বলেন, তার দোকানে স্কুল ও কলেজ ব্যাগ, বেবি ব্যাগ ও লেডিস ব্যাগ বিক্রি হতো। চীনের তৈরি এসব ব্যাগ পাইকারি ও খুচরা বিক্রি করা হতো। আগুনে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভবনটিতে বসবাস করা একাধিক বাসিন্দা জানান, মালিক নিচতলায় দোকান করে ভাড়া দিয়েছেন। দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসিক ভবনে এভাবে দোকান না রাখার দাবি জানান তারা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (জোন-১) ফয়সালুর রহমান জানান, কোন দোকান থেকে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।