দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেয়ে আলোচনায় আসা রাজনৈতিক দল তৃণমূল বিএনপি এবার এক লাখ সদস্য সংগ্রহ করতে চায়। গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
তৈমূর আলম বলেন, ‘দলের কেন্দ্রীয় কমিটির সভায় আমরা এক লাখ সদস্য সংগ্রহের কর্মসূচি নিয়েছি। এরই মধ্যে সদস্য অন্তর্ভুক্তির ফরম প্রেসে ছাপানো হচ্ছে।
আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠব। আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছি না, দল গঠনই আমাদের কর্মসূচি।’
বিভিন্ন গণমাধ্যমে, উপজেলা ও সিটি নির্বাচনে অংশগ্রহণ, দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল বিএনপি নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপরসন সালাম মাহমুদসহ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী।