Friday, October 11, 2024

নেপাল কাজে লাগাতে চায় কমিউনিটি ক্লিনিকের ধারণাকে পাশাপাশি হলিস্টিক চিকিৎসা ও কমিউনিটি ক্লিনিকের ধারণাকে কাজে লাগবে মূসা টাওয়ারে চৌধুরী আমিন

নেপালের সরকার বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে এই কমিউনিটি ক্লিনিকের চিন্তা এসেছে এবং তিনি তা সম্প্রসারণও করেছেন। তাঁর দূরদর্শী চিন্তার ফসল হিসেবে স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে।

গত মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

 

ডা. সামান্ত লাল বলেন, জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় ৭৮টি দেশ প্রধানমন্ত্রীর এই কমিউনিটি ক্লিনিকের ধারণাকে গ্রহণ করেছে। নেপাল সরকার চাইলেও আমরা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করব। এসব ক্লিনিকের মাধ্যমে ৩২ ধরনের ওষুধ বিনা মূল্যে দিচ্ছে সরকার। ভবিষ্যতে ক্লিনিকগুলোর সেবার পরিধি আরো বাড়ানোর চিন্তাভাবনাও চলছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভুটানের এক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুটানে যে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, তা এখন বাংলাদেশেই হচ্ছে। অনুরূপভাবে নেপাল থেকেও গুরুতর কোনো রোগী চিকিৎসা নিতে এলে আমরা তাঁদেরও চিকিৎসাসেবা দিতে সচেষ্ট থাকব।

সাক্ষাৎকালে ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রশংসা করেন।

 
এ দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রীরও প্রশংসা করেন। কমিউনিটি ক্লিনিকের ধারণা কিভাবে নেপালে কাজে লাগানো যায়, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি। এ ছাড়া বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে নেপালের বেশিসংখ্যক শিক্ষার্থীর পড়ালেখার বিশেষ সুযোগ দেওয়ার অনুরোধও জানান।

 

 
 
spot_imgspot_img

মানুষ তার ইচ্ছা পরিমাণ বড় হয়, সময় লাগলেও ভাঙাড়ি বেচে স্বর্ণের বাড়ি!

অর্থভুবন প্রতিবেদক ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন’। বাস্তবেও অনেকটা ছাই কুড়িয়েই রীতিমতো নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক ব্যক্তি। শুনতে...

বীর প্রজন্ম একাডেমীর পথচলা শুরু

অর্থভুবন প্রতিবেদক বিশ্বের প্রতিটি নামি ফুটবল ক্লাবের হৃৎপিন্ড আসলে সেই ক্লাবটির অ্যাকাডেমি। খুদে বয়স থেকেই ফুটবলার গড়ার প্রক্রিয়া নিজেদের অ্যাকাডেমির মাধ্যমেই শুরু করে দেয় ক্লাবটি।...

ইসরাইলে হামলার ঘটনা হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here