মেঘনা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিমিয়া সাদাত। তিনি গত ১১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। সাদাত ২০১৯ সালে মেঘনা ব্যাংকে যোগদান করেন। তাঁর নেতৃত্বে মেঘনা ব্যাংক করপোরেট ব্যাংকিংয়ে দেশের শীর্ষস্থানীয় করপোরেট হাউসগুলোর মধ্যে একটি পছন্দের নাম হিসেবে স্বীকৃত।