আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ। আগের কমিটিতেও এই দুজনই সভাপতি ও মহাসচিব পদে ছিলেন।
গত সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তাঁদের নির্বাচিত করা হয়।