রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। গত শুক্রবার নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে বিপিজেএর ফ্যামিলি ডের এক অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ।