Thursday, November 14, 2024

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি (হিরা-মনিরুল পরিষদ)।
 বুধবার দুপুর ২টায় সভাপতি উপ-রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল হাসানের নেতৃত্বে কমিটির সকল সদস্য জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র সম্মান প্রদর্শন করেন তারা। 
এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আনিকা, বি. এম. আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, জাহিদুর রহমান, অর্থ-সম্পাদক আকরাম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম, দীপক চন্দ্র ঘরামী, আবু সালেহ মোহাম্মদ আসলাম, শামসুর নাহার খানম ও ইউসুফ মিয়া এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে  সভাপতি  মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক  চৌধুরী মনিরুল হাসান  সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

spot_imgspot_img

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

এ এস এ ফাউন্ডেশনের এডুকেশন ফেয়ার প্রতিমাসেই

উচ্চ শিক্ষার্জন, জ্ঞানগর্বের অংশ। বিশ্বব্যাপী ইহার মুক্ত পরিবেশ বিবেচিত হওয়া উচিত। বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিয়ে বাংলাদেশে ভর্তি মেলার আয়োজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here