টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি (হিরা-মনিরুল পরিষদ)।
বুধবার দুপুর ২টায় সভাপতি উপ-রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক চৌধুরী মনিরুল হাসানের নেতৃত্বে কমিটির সকল সদস্য জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র সম্মান প্রদর্শন করেন তারা।
এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আনিকা, বি. এম. আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, জাহিদুর রহমান, অর্থ-সম্পাদক আকরাম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম, দীপক চন্দ্র ঘরামী, আবু সালেহ মোহাম্মদ আসলাম, শামসুর নাহার খানম ও ইউসুফ মিয়া এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি মো. নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।