Tuesday, November 5, 2024

দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পেল স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকা দ্বিতীয় সেশন শেষে ৫৮ ওভারে ২ উইকেটে ২১৪ রান করেছে। প্রথম সেশনে বিনা উইকেটে ৮৮ রান করেছিলো সফরকারী শ্রীলংকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকান ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট শিকার করতে পারতেন অভিষেক টেস্ট খেলতে নামা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ব্যক্তিগত ৯ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি মাহমুদুল হাসান জয়।
এরপর ১৬তম ওভারে সরাসরি থ্রোতে উইকেট ভাঙ্গতে না পারায় শ্রীলংকার আরেক ওপেনার দিমুথ করুনারতœকে ব্যক্তিগত ১৮ রানে আউট করতে পারেননি মেহেদি হাসান মিরাজ।
২২তম ওভারে আবারও উইকেট বঞ্চিত হন হাসান। ২২ রানে ফাইন লেগে করুনারতেœর ক্যাচ ফেলেন সাকিব আল হাসান। বল সাকিবের হাত ফসকে ছক্কা হয়।
জীবন পেয়ে হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেনন মাদুশকা। রান আউট হবার আগে ৬টি চারে ১০৫ বলে ৫৭ রান করেন তিনি।
দলীয় ৯৬ রানে উদ্বোধনী জুটি পতনের পর শ্রীলংকার স্কোর ২শ পার করেন করুনারতেœ ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। জুটিতে ১১৪ রান যোগ হবার পর করুনারতেœকে শিকার করে প্রথম টেস্ট উইকেটের দেখা পান হাসান। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৬ রান করেন করুনারতেœ।
করুনারতেœ ফেরার পর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে চা-বিরতিতে যান  কুশল। ৭টি চার ও ১টি ছক্কায় কুশল ৬৫ ও ম্যাথুজ ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হাসান ৩৩ রানে ১ উইকেট নেন। 

spot_imgspot_img

মায়ের ঘুমপাড়ানি সুর শান্তিধারা

আমাদের জোনাকজ্বলা গ্রাম বিদ্যুৎ তখনও দেখেনি। সন্ধ্যার কাছে বিকেল নতজানু হতেই সবুজ পাহাড়েরা মিশকালো হয়ে যায়। ফলে- আমরা চালের ফুটো দিয়ে চাঁদ দেখি, আর...

মাহবুবা ফারজানা নতুন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। তাকে সচিব পদে পদোন্নতি...

এ এস এ ফাউন্ডেশনের এডুকেশন ফেয়ার প্রতিমাসেই

উচ্চ শিক্ষার্জন, জ্ঞানগর্বের অংশ। বিশ্বব্যাপী ইহার মুক্ত পরিবেশ বিবেচিত হওয়া উচিত। বিশ্বের নাম্বার ওয়ান রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ নিয়ে বাংলাদেশে ভর্তি মেলার আয়োজন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here