শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেছেন, জামদানিকে আন্তর্জাতিকভাবে সমাদৃত করা হবে।
এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক মানের প্যাকেজিং তৈরি, রপ্তানি বাণিজ্যে প্রণোদনা প্রদান ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শোকেসিং ।
জাকিয়া সুলতানা আজ রোববার রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘জামদানি মেলা-২০২৪’র উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিসিক’র চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর’র মহাপরিচালক মোঃ কামরুজ্জামান।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, উন্নত বুনন কৌশল, বাহারি নকশা ও অনন্য বৈশিষ্ট্যেও কারণে জামদানি অতুলনীয়। তাছাড়া এটি অত্যন্ত আরামদায়ক। একসময় বাংলার মসলিন বিশ্ববিখ্যাত ছিল। এখন সময় এসেছে, মসলিনের বিকল্প হিসেবে জামদানিকে সারাবিশ্বে সমাদৃত করার।
জাকিয়া সুলতানা বলেন, বর্তমানে জামদানির বিকল্প খুঁজে পাওয়া যায় না। বিদেশিদের নিকটও এটি অত্যন্ত পছন্দনীয়।
তিনি বলেন, নবীন কারিগররা জামদানির নকশা বিষয়ে তেমন অভিজ্ঞ নয়। সেজন্য গত ১১ মার্চ থেকে এ বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে।
আন্তর্জাতিকভাবে জামদানিকে আরো গ্রহণযোগ্য ও সমাদৃত করতে হলে এ শিল্পে শিশুশ্রম বন্ধ করতে হবে উল্লেখ করে জাকিয়া সুলতানা বলেন, বলেন, যেকোনো শিল্পে উৎপাদন খরচ না ওঠলে সে শিল্প বিকশিত হতে পারে না। তিনি এ বিষয়ে সজাগ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের আহবান জানান।
সংস্কৃতি সচিব বলেন, প্রতি বছর সোনারগাঁওয়ে অনুষ্ঠিত মাসব্যাপী লোককারুশিল্প মেলায় জামদানি প্রদর্শিত হয়। সেখানে কারুশিল্পীরা জামদানি তৈরির বুনন কৌশল প্রদর্শন করেন।
তিনি বলেন, ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আরো বেশি সংখ্যক সাংস্কৃতিক ঐতিহ্য অন্তর্ভুক্তির জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল শাড়িকেও এ তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রণালয় বদ্ধপরিকর।
আলোচনা শেষে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা জাতীয় জাদুঘর’র নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ফিতা কেটে পাঁচ দিনব্যাপী ‘জামদানি মেলা-২০২৪’র উদ্বোধন করেন। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।