মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া; সরকারের এই উন্নয়ন কর্মকা- চলমান থাকবে।
তিনি বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
আজ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করেন এবং ২ হাজার ৩১০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল প্রদান করেন।
এদিকে তিনি ৩ কোটি ৮১ লাখ ৮৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ে কড়িহাতা ইউনিয়ন হেডকোয়ার্টার – আড়াল জিসি ভায়া রামপুর হাইস্কুল সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একইদিনে প্রতিমন্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ১৩জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল প্রদান এবং ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।