সিইও, সানবিন গ্রুপ
ভারতে গত মার্চে সূর্যমুখী তেল আমদানি আগের মাসের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। দাম কম থাকায় পরিশোধন কম্পানিগুলো পাম অয়েলের বদলে সূর্যমুখী তেল আমদানি বাড়িয়েছে। উদ্ভিজ্জ তেলের ব্রোকার সানবিন গ্রুপের সিইও সন্দিপ বাজোরিয়া বলেন, পাম অয়েলের বদলে সূর্যমুখী তেল আমদানি বাড়ছে। উৎপাদনসংক্রান্ত প্রতিবন্ধকতার কারণে এমনটি হচ্ছে।