যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক-নিয়ন্ত্রিত অঞ্চলে বৃহস্পতিবার আইএস-এর দুটি হামলায় সেনা ও অনুমোদিত সরকার সমর্থক বাহিনীর ২০ জন নিহত হয়েছে। সিরিয়ান যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ কথা জানায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হোমস প্রদেশের পূর্ব গ্রামাঞ্চলে একটি সামরিক বাসে আইএস হামলা চালিয়ে সরকারী বাহিনী ও সরকার সমর্থক বন্দুকধারীদের মোট ১৬ জনকে হত্যা করেছে।
ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থাটি আরও জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলের আলবুকামাল প্রত্যন্ত এলাকায় একটি সামরিক সাইটে আইএস-এর অপর এক হামলায় সরকারী বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে।