অধিকৃত পশ্চিম তীরে রোববার ইসরাইলি বাহিনীর বন্দুক হামলায় দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা একথা জানিয়েছে।
ওয়াফার খবরে বলা হয়, হেবরন শহরের কাছে বেইত আইনুন গ্রামের প্রবেশ পথে সর্বশেষ এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
ফিলিস্তিনের দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, তারা গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যায়।
সংস্থাটি জানায়, ঘটনার পর সৈন্যরা বেইত আইনুনের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, এ দুই ব্যক্তি ওই গ্রামের কাছে সৈন্যদের ছুরিকাঘাত ও গুলি করার চেষ্টা করেছিল।