মালদ্বীপে রোববার সকালে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটের মাধ্যমে জানা যাবে মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। দেশটির ৯৩টি সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত করতে ২ লাখ ৮৪ হাজার ৬৬৩ জন ভোটার এ নির্বাচনে ভোট দিচ্ছেন।
দেশটির ৬০২টি কেন্দ্র ও দেশের বাইরেরদুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এদিকে বিশ্লেষকেরা একে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য প্রথম বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে বিবেচনা করছেন। কারণ দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের দল মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায়মুইজ্জুকে নতুন আইন পাশে বাধার মুখে পড়তে হচ্ছিল।নির্বাচনটি গত ১৭ মার্চ হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মোহামেদমুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন।