জেলায় শুরু হয়েছে তিন দিনের নৃত্য উৎসব। আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত শিল্পী বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি সুজা উদ্দিন রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ফারজানা বেবি, অনিক বোষ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান ও নীলফামারী জেলা নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিস রহমান। অনুষ্ঠানে শতাধিক শিশু নৃত্য শিল্পী অংশ নেয়।
তিন দিনের এই উৎসবে রয়েছে আলোচনা সভা, উত্তরীয় ও সম্মাননা প্রদান, সেমিনার, নৃত্যানুষ্ঠান, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী। আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে শেষ হবে বর্ণিল এ আয়োজন।